সেই কল্লোল থেকে গেছে সমুদ্র সমীপে, রাখাইন মেয়ের চোখের নদীতে, পায়রায়-- তার স্পর্শবিনুনির মর্মে মর্মে আলো, বাণীময় তারকারজনী
টিমটিম লণ্ঠন-আলোয় মোড়া নৌকাজীবনগুলো গাঢ় লবণজলে স্নাত, সেই হেন জলকীটকুল ক্রমাগত যথাসিক্ত দূরবীনবার্তা সব তীরে তীরে পাঠিয়ে চলেছে এতকাল, বাঁকে যার সুনাশিনী কেতকিকাঁঠাল, ঘন প্রেমকাঁটাবন
গূঢ় এক দুঃখবিলাসে-- সেই কল্লোল থেকে গেছে মনের মুকুরে
Jan 26, 2008
সেই কল্লোল
Posted by
মুজিব মেহদী
at
1/26/2008
Subscribe to:
Post Comments (Atom)
ফেইসবুক প্রতীক
ওয়েবগ্রুপ
|
কবিতাকথা |
Visit this group |
No comments:
Post a Comment