বিমূর্ততার বীজ নিহিত থাকে মূর্ত করতে না-পারার মধ্যে, এই না-পারা সূচিত করা উপসর্গগুলো প্রধানত অক্ষমতা অনাগ্রহ ও সীমাবদ্ধতার চূড়ায় চূড়ায় আভিজাত্যের রূপমহিমা নিয়ে সমাহিত থাকে
বিমূর্ততা হলো ঝলকের মালা আলো নয়, কোরাসের চূড়া সুর নয়, দেখতে এটি হতে পারে কিছুই না-এর মতো, অথবা ঠিক অনেক কিছুর মতো
বিমূর্ততা নিজাধীন চিন্তাসরণি, ভাবনাগোড়ামিহীন, যেদিকে ভাবনা যায় চলে যাওয়া চলে, আদর্শ বিমূর্ত হলো গোলআলুর মতো, বিমূর্ত আদর্শ হলো শৌখিন দূরবাস
বিমূর্ততা অতএব নন্দনের প্রগতি, প্রগতির নন্দন হলো অকাট্য মূর্ততা
Jan 26, 2008
বিমূর্ততা বিষয়ক
Posted by
মুজিব মেহদী
at
1/26/2008
Subscribe to:
Post Comments (Atom)
ফেইসবুক প্রতীক
ওয়েবগ্রুপ
|
কবিতাকথা |
Visit this group |
No comments:
Post a Comment