একটা বিষণ্ন ভেজা কাক তেতলার কার্নিশে বসে চালুনি-আকাশের প্রতি করছে লাগাতার বিষোদগার, আয়নায় দেখা আমার এখনকার কুঞ্চিত মুখাবয়বের সাথে নিবিড় এক সাদৃশ্য দেখে ওর, এ উপাত্তটি আমি আন্দাজ করেছি যে ওতে ও আমাতে অমিলের চেয়ে মিলই এখন বেশি-- এ বেলায় ভুখা আছি দু’জনেই, নিঃসঙ্গতা দু’জনেরই সঙ্গী এখন, যেটুকু অমিল শুধু অবস্থানসূচক, আমি আছি গৃহবন্দি কাকটা বন্দি কার্নিশে, চুল আর বালের পার্থক্যের মতো যা মাইনর খুব
সকল বঞ্চিতই পৃথিবীতে একজাত, সাজাত্যপ্রেমে তাই ডাক দিয়ে বলি, ওহে ভাই জাতভাই, এ বেলায় ডুবি আসো বর্ষানিদ্রায়
Jan 26, 2008
বর্ষানিদ্রা
Posted by
মুজিব মেহদী
at
1/26/2008
Subscribe to:
Post Comments (Atom)
ফেইসবুক প্রতীক
ওয়েবগ্রুপ
|
কবিতাকথা |
Visit this group |
No comments:
Post a Comment