মনসামঙ্গলের কবির বাড়ি সাপের মতো প্যাঁচিয়ে আছে লতাঝাড়, ফুল তার জমকালো মাথার মণি, চারিদিকে মন্ত্রের নিষেধ ধ্বনি শুনি আমি পয়লাই রয়ানির গন্ধ নিতে গিয়ে, বীণে ভর গেয়ে ওঠে ভীতিরব, শনি
পদ্মানামা গালমন্দে আকাশ ভাসিয়া যায়, ধুয়ে যায় জলে জল গাঙুর ও ঘণ্টেশ্বরের, সসম্ভ্রমে নজর বুলালে ফের নিকেতনে-- প্রফুল্ল শ্রী নিয়ে এক জেগে ওঠে বিমনা ফুল্লশ্রী, যেন উদ্ভিদ এক পতঙ্গভুক, লতায় পাতায় আর আঁকশি-মায়ায় বেঁধে, কাবু করে ফেলে দেয় ছড়ার ভেতরে
জয় হে বিজয়গুপ্ত, জয় মণীন্দ্র-মৃদুল যত উত্তরগুপ্ত আছ হে, জয় ফুল্লশ্রী ও জয় গৈলাহাট বলে, মন্ত্রমুখে ছড়া থেকে উঠে শেষে ফণার প্রকোপ থেকে ফুটি-- যখন গৌরনদী, দধির ভাণ্ড ছুঁয়ে মনে হয়, এ বেলায় ছানার মতো আলুথালু মরে বেঁচে আছি
Jan 26, 2008
বিজয়গুপ্তের বাড়ি
Posted by
মুজিব মেহদী
at
1/26/2008
Subscribe to:
Post Comments (Atom)
ফেইসবুক প্রতীক
ওয়েবগ্রুপ
|
কবিতাকথা |
Visit this group |
No comments:
Post a Comment