পৃথিবীতে যতজন মানুষ আকাশতল্লাটে ততটাই তারা, একটা তারা জন্মায় একজন মানুষ জন্মের সাথে সাথে, একটা তারা ঝরে একজন মানুষ মৃত্যুর সাথে সাথে
প্রতিটা তারাতে থাকে এক স্বপ্নদেবতা, তারকার গায়ে যত আলো দেখি, সব ওই দেবতারই দ্যুতি, সন্ধ্যার নিকটবর্তী হতে হতে পৃথিবী যখন ক্রমে ডুবে অন্ধকারে, একে একে স্বপ্নদেবতারা নিচে লোকালয়ের খুব কাছে এসে জড়ো হয়, এসময় তারা জোনাকির রূপ ধরে ঝোপে-জঙ্গলে থাকতে ভালোবাসে, যে কেউ যখনই ঘুমিয়ে যায়, অ্যাসাইন্ড যে স্বপ্নদেবতা তার, চুপিসারে প্রবেশ করে ঠিক মস্তিষ্ক গভীরে, তারপর বহনকৃত স্বপ্নসিডি বাজায় নিচুস্বরে এবং সিডি ফুরিয়ে গেলে যথারীতি আকাশে ফিরে গিয়ে আলোক ছড়ায়
কার দেবতা বাজাবে কেমন সিডি, তার ওপরে হাত আছে মানুষেরই কাঙ্ক্ষার, যা অভিজ্ঞতা বা উপলব্ধিতে নেই, এমনকি যাকে নিয়ে ছড়ায় নি চিন্তাও ডালপাতা, দেবতা বাজায় না কখনো তেমন সিডি, মানুষের এঁকে দেয়া সীমানায়ই ঘুরেফিরে দেবতারা, দেবতাও এখানে এসে মানুষের অধীন, জয় হোক মানবজাতির
শেষরাত পর্যন্ত কিছু তারাকে আকাশেই থেকে যেতে দেখা যায়, আসলে ওইসব স্বপ্নদেবতার যারা টার্গেট পিপল, তারা তখনো জেগে থাকে সে দেশে দিন বলে, একজনের দেবতা অন্যে প্রবেশ করে না কখনো, পৃথিবীর সকল মানুষ যদি ঘুমাত একসাথে, আকাশে তখন কোনো তারা থাকত না, পৃথিবী গোল বলে রাত-দিন সবদেশে আসে না একসাথে, একদেশে রাত এলে আরদেশে দিন, সব রাতে কিছু তারা আকাশেই থেকে যায় তাই
Jan 26, 2008
স্বপ্নপুরাণ
Posted by
মুজিব মেহদী
at
1/26/2008
Subscribe to:
Post Comments (Atom)
ফেইসবুক প্রতীক
ওয়েবগ্রুপ
|
কবিতাকথা |
Visit this group |
No comments:
Post a Comment