আরো নিচে থেকে শুরু হওয়া চাই, ঠিক মূলানন্দ থেকে, তারপর একে একে ওপরে আকাশে যত পারা যায়, উড্ডীন বাতাসে মেলো পাখা, ভাসো ততটা দুরন্ত লয়ে মৃগীর মনের মাঝে যত লাফ লেখা থাকে সৃজনী আঁকের মতো উদ্ভাবনীময়
চাও তো এখানে এই ঠোঁটের আগায় রেখে একটি গানের কথা, শাসনসাধন ফেলে অভিকরণীয় এক রোদের হাসির মতো দূর চক্রবালে পারো ছড়িয়ে ছিটিয়ে দিতে, ঠোঁটে মোহন আবেগ যত, কণ্ঠে তার সবটা মাখিয়ে নিও, প্রতিটা ধ্বনি থেকে নিষ্কাশিত হবে যেই ইতিহাসবোধ, গলায় খেলিও ঠিক সেইমতো আনন্দ-বেদনা
ভেসো ওজনবিহীন হয়ে, থেমো পুরঝরনার মতো
২.
একটি গানের দিকে হেঁটে যাওয়া মানে হলো প্রকট বাঁধন থেকে মুক্তিএষণা, প্রবীণ পাথর-পাহাড়ে আর প্রসাধিত বস্তুপুঞ্জ ঘিরে তুড়িতে জাগিয়ে দেয়া বৈরাগ্য বাসনা, ঢের ঢের বাউল ভাবনা
Jan 26, 2008
গানের দিকে
Posted by
মুজিব মেহদী
at
1/26/2008
Subscribe to:
Post Comments (Atom)
ফেইসবুক প্রতীক
ওয়েবগ্রুপ
|
কবিতাকথা |
Visit this group |
No comments:
Post a Comment