এরপরও, জেনো আমরা হাঁটব বিস্তর, হাতে পায়ে এরপরও জল-হাওয়া ছুঁয়ে যাব, তেপান্তরের মাঠে সহসা পাতব কান বেজেওঠা সুরধ্বনিলয়ে, সসাগরা এ ধরাকে ভাবব জননী, পথে যেতে পাখিসমাগম খুব দেখা হবে আমাদের, দেখা হবে আনন্দরহিত প্রেম, খুনপনা, নিজের বিছানে শোয়া কুতকুতে লালাগ্রস্ত অচেনা বিড়াল
মানবস্বভাব বলে ইতিহাসে চুনকাম রদ করে এরপরও জেনো আমরা ভাবব অতীত, ইচ্ছারহিতভাবে দাঁড়িয়ে ভুলের পাশে শাসাব নিজেকে, কিছুই হবে না জানি, বিগত দিনের থেকে আবেগ কুড়িয়ে এনে রাতভর কাঁদব একাকী তবু, পতনদহন ভুলে দায়ী করে যাব শুধু নীতি-নৈতিকতা, পুবের দিগন্ত জুড়ে লালাভার দেখা পেলে ভারী গলে বলে যাব প্লুতকথারাজি-- হে আমার নিঃশব্দ প্রেম, এ ছিল একদিন আমাদের সুশালীন কামনার রঙ
Jan 26, 2008
প্রক্ষালনের গান
Posted by
মুজিব মেহদী
at
1/26/2008
Subscribe to:
Post Comments (Atom)
ফেইসবুক প্রতীক
ওয়েবগ্রুপ
|
কবিতাকথা |
Visit this group |
No comments:
Post a Comment