‘ও’কার সংক্রান্ত জটিলতা শীত ঋতুতেও যদি দেহে ঘাম আনে, মেনে নিতে হয়, এ জট এমনি কুটিল জট, ছাড়াতে ছাড়াতে শত ফোস্কা পড়ে হাতে, বডিমাস্ক পরেও এর পারি নি দহন জ্বালার থেকে বেঁচে যেতে
দেহে বরফ জড়িয়ে থাকে যারা, মনোত্তাপের রেখা হিমাঙ্কেরও নিচে যাদের, তারা শুধু মুক্ত এই অকারণ জটিলতা থেকে, বরফবিকার হলে আগুন কেমন করে সাড়া দেয়, এ তথ্য আমাদের কমবেশি জানা, যদিও জানি না সেটা লকলকে নাকি ঠিক সুচালিত লোহিত-কিম্ভূতে
আমাদের বস্ত্রব্যবস্থা নিয়ে বিশেষ ভাবিত যারা, শ্রমের শোষক সেই জোঁককুল, না-সৃজিয়া স্বাস্থ্যকর কর্মপরিবেশ, সস্তায় রাশিরাশি মেয়ে কেনে শুধু, মাঠে মাঠে বাড়াতে বলে কার্পাসের চাষ, ভেড়ার লোমের প্রতি হতে বলে অতি যত্নবান, রপ্তানিমুখী উলের ব্যঞ্জনা যাতে ফুলে-ফেঁপে ওঠে সব অন্দরে-বন্দরে, এজন্য আছে ঢের প্রেষণাকার্যও
তুলা ও লোমের প্রতি প্রেমাতিশয্যে নয়, আমাদের ঘরে ঘরে বস্ত্রকর্মী তবু, গায়ে গায়ে বস্ত্র না-হলেও, আমাদের উম আসে বিবিধার্থ জটিলতা থেকে, এমনকি প্রায়শ-লাগা কারখানার মানুষপোড়া আগুনেরও থেকে
Jan 26, 2008
আহা এই সাঁড়াশি জীবন
Posted by
মুজিব মেহদী
at
1/26/2008
Subscribe to:
Post Comments (Atom)
ফেইসবুক প্রতীক
ওয়েবগ্রুপ
|
কবিতাকথা |
Visit this group |
No comments:
Post a Comment