বাতাস আমাকে হাত ধরে নিয়ে গেলে কার এমন দায় থাকে আঁচল উঁচিয়ে ফের ডেকে আনে, কার এমন নিজের বাঁচার চেয়ে অপরের মহিমা লাগি নিয়োজন বোধ আছে, কার এমন হাত ধরে বাতাসের ন্যালাখ্যাপা হাত, আড্ডার চেয়ে নিরুদ্দেশে আজ তবে ভালো, আজ তবে গাছের ছায়ায় বসে পাখিদের অফুরান চুলোচুলি দেখা, মলয় মর্মরে বাঁধা গানজলে ডুবে-ভেসে অমিত সিনান
শহরের অন্তরখানে আজ এত ঢেউ, দূর কোন সীমা থেকে বয়ে আসা প্রবাহনবীন, সহিংসতার ভারে নুয়ে পড়া সভ্যতা ঘ্রাণ, কারো-বা পতন কারো উত্থান সম্ভাবনা
সেই কোনো বায়ুপাখি আমাকে পালকে বেঁধে কোথাও উড়িয়ে যদি নেয়, যদি ধর্ষণে জর্জরিত জগৎকথার চেয়ে আরো কোনো গানজলে ধুয়ে দেয়, আড্ডার বেঞ্চি তোমার কী এমন ক্ষতি
Jan 26, 2008
আড্ডার বেঞ্চির কাছে
Posted by
মুজিব মেহদী
at
1/26/2008
Subscribe to:
Post Comments (Atom)
ফেইসবুক প্রতীক
ওয়েবগ্রুপ
|
কবিতাকথা |
Visit this group |
No comments:
Post a Comment