Jan 26, 2008

দূরাধিক স্বপ্নকুয়াশাজাল

প্রায়াথর্ব শুয়ে আছি হাজার বছর তমোঘন রাতে, ধ্বনিত সৃজনোল্লাস জীবের শ্রোণিতে, সময় নিকটে এসে ভেঙে পড়ে জলীয় কণার মতো একা, তবু চোখের ওপর দিয়ে ধীরে ধীরে একখানি বেড়েওঠা ক্রমবর্ধমান, চেরাপুঞ্জির জঙ্গলে বাড়ে যেন জলোল্লাসী গাছ, পাখার ব্যঞ্জনাঘন এই সেই দূরাধিক চাওয়া, সৈকতে বালির প্রায় স্বচ্ছ অভিপ্রায়

সংসার বিষণ্নগাথা শ্রেয়োজল মাখা, কুসুমিত ঝঞ্ঝাক্ষুব্ধ যৌথ-অধিষ্ঠান, একটা একটা করে ভেতর-ইষ্টক খসে খসে অলংকৃত ফাটলে ফাটলে যেন পোড়োবাড়ি, ভেঙেচুরে দিনে দিনে ইতিহাস লিখে চলে বয়সের বলিরেখা জুড়ে, তার সিক্ত ক্ষতদেহে উদ্গত অঙ্কুর এক মহীরুহ প্রায়, আড়েদিঘে বেড়ে ওঠে নিতিদিন

নিচে তার প্রায়ান্ধ সাদা ঘাস, আলোসন্ধানে প্রস্থাপ্রস্থি কেবলই লম্বা হতে থাকি

No comments:

ওয়েবগ্রুপ

Google Groups
কবিতাকথা
Visit this group