Jan 26, 2008

সাদার ওই আতিশয্যটুকু

রাষ্ট্রব্যাপে তুমুল অরাজকতা আজ, আর প্রেমিকের নামে শুধু উপেক্ষা রোচে এই পোড়া দেশে-- এসব দেখেশুনে একটি বয়সে এসে থেমে গেছে পুষ্পসম্ভবা সমুদয় কাশের বিকাশ, যেন কিছুই আর যাচ্ছে না ছুঁয়ে রোদজলহাওয়া, অথচ শরৎ এসে বসে আছে চরের কিনারে একা, সদাউল্লাসীদের অত্যুৎসাহেও মুখভার করা তার, দলছুট দুয়েকটা বেয়াড়া কাশ যদিও বিচ্ছিন্ন সাদা ছড়িয়ে প্রমাণ রেখেছে যে সকল কমিউনিটিতেই কিছু সীমা অতিক্রমকারী-ও-কারিণী থাকে

অবশ্য সেভাবে চাইলে কেউ, এক তুড়িতেই ফুটিফুটিদের পুরো ফুটিয়ে দেবার আছে নিসর্গবাদক, চর জুড়ে ডাকাবার আছে শ্বেতশুভ্র বান, দীর্ঘ সহবাস বলে কাশেদের গূঢ় সুপ্ত মনোভাবটুকু যার জানা, যেকোনো হুকুম তামিলে তাই, ওরা ও অচিন বৃক্ষেরা সদা উৎকর্ণ থাকে, একদিন যেমন হতো শিল্পাচার্যের বেলা, হতো কি না খুব করে জানে সেটা ব্রহ্মের পুত্র প্রবীণ

তো কেউ একজন যদি এগিয়ে এসে জানান দেয় যে সে অপেক্ষা করে আছে পূর্ণ বিকাশের, সাদার ওই আতিশয্যটুকু তবে উপভোগ্য হতে পারে, এই অবেলায়ও

No comments:

ওয়েবগ্রুপ

Google Groups
কবিতাকথা
Visit this group