Jan 26, 2008

হা-য়ের দিকে ফেরা

হাওয়া খেতে খেতে একযুগ অপেক্ষার পর বাহারি বৃষ্টিরাতে ফিরছি একাকী, নদীতে হাত নাড়ে আকাশের গাছে ফোটা সুকুমারী ফল, ও-আমার একাকাল যাপিত সময়, স্বপ্ন-প্রেম বিস্মৃতায়ন, আর খুঁজে পাওয়া নিজেকে নিজেই

ফিরছি ফেরা ভালো বলে, সাপ-ব্যাঙ সকলেই ফেরে এ-বিধ সংসারজালে

বোধকরি ওই পরাহ্ণউচ্ছ্বাসই ভালো ছিল গতায়ু যুগের, সাথে রাজ্যের যত অতীত, ঘুরেফিরে শোনা, চিড়িয়াখানার মতো ঘুরেফিরে ঘুরে ফিরে…
চিড়িয়াখানায় কোনো অজগর ছিল না সেবার, জলহস্তি ছিল না, অজগরের অধিক এক বিশাল হা-য়ের দিকে এবারই প্রথম ফিরি

No comments:

ওয়েবগ্রুপ

Google Groups
কবিতাকথা
Visit this group