Jan 26, 2008

শীত আসছে

শীত আসছে সুদূর সাইবেরিয়া থেকে পালক জাহাজে চড়ে কুয়াশার নদে-- নীলপাখা লালশীর...

শীত আসছে ঝরার আনন্দ বোঁটায় কাঁপা কাঁপা পরিহাস মাখা-- সরালি লেনজা...

শীত আসছে কুয়াশা সকালে ঘাসপথে পায়ে হেঁটে-- পান্তামুখি পাতিহাঁস...

পাতাকুড়ানি মেয়েরা জানে পাতার মহিমা, ঝাঁপিতে ওদের মচমচ করে শীতেদের অন্দর-বাহির, শরৎ ও হেমন্ত-সঞ্জাত পরকীয়া, যাবতীয় গোপন খবর

কাল বৃষ্টি ছিল আধাদিন কাল পাতাকুড়ানো বন্ধ কাল লেপকাঁথা আজ পূর্ণদিন আজ পশমের শাল

অশ্বত্থের গোড়া জুড়ে গাছেদের বনসভা আজ, যাতে সবুজবক্তারা পাতা ঝরানো বন্ধ করে দেবার কথা বলে দাবি তুলবে যে সকল গাছেরই অন্তত কুড়ানিসমিতির সভ্যদের থেকে কিছু সমীহ পাওয়া উচিত

হ্রদে অতিখি পাখির সন্তরণ, শিকারি আতঙ্ক, কয়েকটা বর্জিত পালক মেকি উম ফেলে রেখে, ওরা যদি হয়ে যায় অনন্ত বিমুখ, আরেককটা জলসভা হবে শিকারবিরোধী

শীত আসছে বনে প্রোজ্জ্বল আগুন পোহায়ে পোহায়ে-- পিঠাগন্ধী শীত

No comments:

ওয়েবগ্রুপ

Google Groups
কবিতাকথা
Visit this group