Jan 26, 2008

শব্দজীবনী

হেজে ও মজে গিয়ে যেসব শব্দ এখন অভিধানের ভারী তলপেটে অনিষিক্ত বীর্যের মতো শ্রান্তিতে আছে, নিবিষ্ট খেয়াল থেকে সাদরে তাদের তুলে আনো, তারপর পরিশোধন করে কর নবার্থ দান

শব্দের অতীত ছিল প্রাচুর্যময়, সরব, আমাদের পরকীয় দিনে, বিপুলা ধানের গোলা ফাঁকা করে মিশিয়ে গেছে তারা দেদার চিটা, দখিনা বাতাস এলে উড়িয়ে সেসব ধান, পুরানো মহিমাখানি খুঁজে নিতে হবে

জলজাত জিনজাত এই তুমি হারানো শব্দ ধরার খেলো খেলা, যাপিত জীবন তার ছত্রে ছত্রে এঁকে রাখ ফলিত কাগজে, কেননা তোমার ভাষা রাতেদিনে রেপ হতে হতে রুগ্ণ ও ক্লান্ত আজ, স্বরূপে তাদের ছবি এঁকে যেতে হবে

শব্দকে তুমি জন্মও দাও, দিতে পার তুমি শব্দবান, ধ্বনির সাথে দাও ধ্বনির বিয়ে, জাগিয়ে তোলো নতুন এক বাঞ্ছিত অর্থসরণি, এই হলে তুমি আর তোমার চতুষ্পার্শ্বে বিরাজিত সবিশেষ শব্দজীবনী

মানুষ মূলত একটা শব্দের অধিক আশ্চর্য কিছু নয়, একটা মাত্র শব্দই পারে তার সমুদয় কর্মকথা প্রকাশ করিতে

No comments:

ওয়েবগ্রুপ

Google Groups
কবিতাকথা
Visit this group