Jan 26, 2008

ছুরি

জমাট রক্ত যেন, ডালে ডালে শিরা-উপশিরা জুড়ে পক্ক সম্ভাবনা, জগডম্বুর রাশি ঝুলে আছে থোকা থোকা লালপেড়ে বধূ, চাঁদের রুপালি রেণু প্রান্তর জুড়ে শ্বেতাম্বর বিছায়ে, মুখে রূপকথার রাজকন্যের রূপের বর্ণনাখানি ঝরাতেছিল আর পুবাকাশে মিলাতেছিল রঙধনুর রূপসী বর্ণালি সপ্তকিনী, পাশে গুঞ্জরে উঠছিল সসাগরা হাওয়ার ম্যান্ডোলিন

আর ধপাস করে কার এমন সন্ধ্যারাতে নাকফুল হারাল আমাকে জানাল না জোনাকালো ঝিঁঝিগান, চিবুকে হিংসা চেপে পাশ কেটে চলে গেল খরগোশ যুবা, চিনল না প্রণত পথের ঘাসও, যারা ভিজছিল জোছনা বৃষ্টিতে, চিনল না আকাশের সাপিনী-নাগিণী, প্রাণান্ত যুবক এক শুয়ে আছে বুকে বেঁধা সৌন্দর্যের ছুরি

No comments:

ওয়েবগ্রুপ

Google Groups
কবিতাকথা
Visit this group