Jan 26, 2008

কথারণ

সাদা পাতার সাথে বন্ধুত্ব যত গাঢ় হয় হাতে ও পাতে তত কালি লাগে, এহেন বন্ধুতার আশায় সাদা পাতা সামনে নিয়ে বসে থেকে কাটে মহাকাল, আঙুলে আঙুলে জমে প্রসব বেদনা

স্ফূর্তিগুলো কোনখানে যে থাকে, ঘুরিয়ে মুখ অন্য কোনোদিকে, আমি তারে খুঁজে খুঁজে হন্যে হয়ে রণেভঙ্গ দেই, তবে ঠিক পালাবার কালে যার সাথে দেখা আর কথা হয়, সেটাও এক রণেরই সমতুল মুখে মুখে, অথচ কথায় জিততে গেলে যে অস্ত্র লাগে সে অস্ত্রে যথাতথা শান দেয়া চলে না হে, ভোঁতা অস্ত্রে যুদ্ধ করে সাদা পাতার দিকে ফিরে দেখি, সবখানে লেগে গেছে রক্ত ও মরিচার দাগ

দ্রুত খুব, সাদা পাতা উলটে খানিক মান রা করি, আর যাওয়া মান ফিরে না-পাওয়ার কথা লোকমুখে বহুবার শোনা হয়ে গেছে, আশাতরী ডুবে না তখনো বড়ো, নাছোড়ামি, এটা ওই জীবনেরই তরে

No comments:

ওয়েবগ্রুপ

Google Groups
কবিতাকথা
Visit this group