Jan 26, 2008

ভদ্রলোক

নীলজামা পরা দীর্ঘদেহী ভদ্রলোক একজন যার গা ভরতি পেট, দাঁড়ালেন এসে প্লাটফরমে হাঁপাতে হাঁপাতে, আর বমি করলেন অপাচ্য কিছু বিধ্বস্ত নারী ও পুরুষ, যাদের কুঁচকানো জামাকাপড়ে ময়লা ও দুর্গন্ধ এবং লটবহর লটবহর, গ্রাম থেকে আসা শীতের শবজির মতো সদ্যস্নানা লসলসে কিছু তরুণী, গায়ে চাপিয়েছে যারা আনকোরা জামা এবং সালাদ হিসেবে মেখেছে দামী প্রসাধন, আর কিছু পুরুষ সুদর্শন ও স্মার্ট এবং তাদের স্ত্রী ও সন্তান মালপত্রসহ পড়িমরি স্রোতের মতন ঢুকে গেলে পেটের ভেতর, হিসু করলেন তিনি জনসমক্ষে লজ্জা শরমের মাথা খেয়ে, এবং একখানি ঢেকুর তুলে তীব্রশব্দে, হাঁটতে লাগলেন বুক দিয়ে গাছগাছড়ায় বিলি কেটে এঁকেবেঁকে লাউডুগি সাপের মতন

No comments:

ওয়েবগ্রুপ

Google Groups
কবিতাকথা
Visit this group