Jan 26, 2008

মূলে ফিরে মুকুরের খোঁজে

ভবিতব্য ভেবে ভেবে এই যেভাবে দিনকে চড়িয়ে দিচ্ছি রাতের ওপরে আর রাতকে চাঁদের-- তোমাকে আমূল সে রন্ধনপ্রণালি জানাতে হলে আমাকে ঠিক উলটোটা খেলে যেতে হবে, কেননা তুমিও নও কোনো আগামীর দূত, ভবিরূপবাহী

খেলা খেলা এই জীবনের ভারে শরীরের ডালসব খেতজাঙালের নরম মাটির দিকে হেলে থেকে কষে যাচ্ছে পাটীগণিতের সব বই-- জীবন কতটা ভুলে সমাহৃত, কতটা ঘৃণার বিপরীতে একেকটা চলনসই ভালোবাসার বদ্বীপ জেগে ওঠে, এ হিসেব কোনোদিন মিলেও মেলে না

সবুজের কাছে শুয়ে থেকে একটা পুরো জীবন পার করে দেয়া গেলে বোঝা যেত, প্রকৃতি থেকে পাওয়া প্রাণশক্তিটুকু মানুষের দেহে-মনে কীরকম কাজে লাগে, একজন গ্রন্থকীট ভেষজবিজ্ঞানী জানি তার টিকিটাও স্পর্শ করে যেতে পারে না একজীবনে

এহ্ বাহ্য

No comments:

ওয়েবগ্রুপ

Google Groups
কবিতাকথা
Visit this group