Jan 26, 2008

ষষ্ঠেন্দ্রিয়যোগে

প্রথম শিক্ষক হলো বেড়েওঠা আঁকশিটা, নানারূপ বেড়েওঠা পৃথিবীতে আচরিত, জনে জনে উদ্বোধিত নবীন নন্দন বোধ, প্রয়োজন হাতে হাতে বিধানপ্রণেতা

জন্ম ও জয়োৎসবে পিছুটান ভালো, ভালো সব প্রত্যাখ্যাতি, তবু বনপথে খিলান ধরে দাঁড়িয়ে ওঠা ডগা, কস্তুরি কসম ধায় আলোর সমীপে

আধশুষ্ক শিকড় প্রণীত স্মৃতি ও স্নায়ুতে, বহু অভিযোগ গালাগালসহ সঞ্চয় তন্দুরি নিয়ন্ত্রিছে দেহ, যেথা চাহিদার যোগানদারি করি নিজে

মানুষের শিক্ষার গুরুভাগই ষষ্ঠেন্দ্রিয়যোগে

No comments:

ওয়েবগ্রুপ

Google Groups
কবিতাকথা
Visit this group