Jan 26, 2008

ঘাসের গল্পকথা

খোদার তিস্য দিনই কেন তোমাকে ভাবতে হবে খণ্ড খণ্ড করে, কেন জাগিয়ে তুলবে নাড়াবে, কেন পারব না দীর্ঘসময়ব্যাপে অন্যকিছু করতে বা করাতে, আমি কি বিক্রিত হয়ে গেছি কাঁচাদামে, তবে হে কী মধুর আমি পেয়েছি সাক্ষাৎ যে সংসার নন্দনহোমে বসছে না উড়ু-গাঢ় মন, কেন পেছনে ভাটির দেশে কানু নাচালে সুরেরে

কী আছে মোহরবনে কুহুগানে, কতবার পাখালির ধ্বনিরসে সচকিতে ঝরেছে উড়েছে রেণু, কতবার তনুকুসুমের ঘ্রাণ দিয়ে গেছে সুখাবেশ যৌবন অকারণ গোধূলি মলিনে

আমি তো জেগেই ছিলাম, এখনো জেগে আছি, মনোজল ঝংকারে বাজে বিকেল পালানো বৃষ্টির ছোরাঘাত, চন্দ্রিমা হ্রদের দেশে পিচপথে বৃক্ষ থিতানো জলের সিনান ধ্বনি শুনি কানে কানে

বৈচিত্র্যহীন যত দিন যত রাত বিস্বাদ, তাদেরই পত্রপল্লবে এ কী দোলা, এ কী মর্মর, এ কি ঘাসের গল্পকথা শুনে শুনে বিকেলকে ঠেলে দেয়া বিগতকালের কোনো শ্বাসরোধী গল্পের যবনিকা পটে

No comments:

ওয়েবগ্রুপ

Google Groups
কবিতাকথা
Visit this group