Jan 26, 2008

পরকীয়া

অনাস্বাদিত অরণ্যা হরিণ খুঁজে গৃহপালিতের আমি খেয়েছি কামড়, শিঙের গুঁতায় বুঝি প্রেম প্রেম খেলাধুলা ভুলে যাই, ঘাসের আড়ালে থাকা তোমারই গোপনে আমি দৃষ্টি মেলাই, বুঝি সবুজের অধিক কিছু পৃথিবীতে নাই, আর বোধে এসে লেগে যায় আস্ত চাপড়

২.
শৃঙ্খল যে অংশটুকু পুড়ে দেয় দেহ ও মনের, বাইরে সে পোড়াবিন্দুগুলো জেগে উঠতে পারে এক নবানন্দভরে, মুক্তির এমনই গুণ অপরলীলায়, ঘর মাঠ একাকার, মাঠ ঘর রেখাকার, কিছুই যায় না চেনা, শহর কোনটা আর কোনটা যে গ্রাম

No comments:

ওয়েবগ্রুপ

Google Groups
কবিতাকথা
Visit this group